স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল স্থানীয় শাসক দলের কর্মী সমর্থকরা। আন্দোলনে সামিল হওয়া শাসক দলীয় কর্মীরা জানান, গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথের বেতন বন্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ ৬ মাস ধরে তাদের মিলছে না বেতন। পাশাপাশি এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী নিয়োগ করা হলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হয় না।
তাই তারা এইদিন ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
পাশাপাশি এক সপ্তাহের মধ্যে এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু করতে হবে। তবে এ ধরনের ঘটনা হয়তো নজিরবিহীন। শাসক দলের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ সহসা উঠার কথা নয়। কিন্তু বঞ্চনা এতটা চরম আকার ধারণ করেছে যে মুখ খুলতে বাধ্য হচ্ছে কিছু স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন বিজেপি নেতা। তারা আর নিজেকে আটকে রাখতে পারছে না। পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের এ ধরনের প্রতিবাদ অনেকটাই দিশা দেখাবে দলের নেতৃত্বদের। সে অনুযায়ী পাত্রী বাছাই হবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।