স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই।দুই মোটর রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬ জন যাত্রী। ঘটনা রাজধানীর বড়জলা এলাকায়। দুর্ঘটনা পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঠায় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে তাদের নিয়ে আসার পর চিকিৎসকরা তাদের চিকিৎসায় হাত লাগান।
আহতদের মধ্যে মহিলাও রয়েছে। তারা সকলের অবস্থা গুরুতর। এই ঘটনায় দুটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বড়জলা রোডে গাড়ির ভিড় দিন দিন বেড়ে চলেছে। দুর্গা চৌমুহনী থেকে উষা বাজার পর্যন্ত কোন পুলিশ বা ট্রাফিক গাড়ি নিয়ন্ত্রণ করতে থাকে না। যার কারণে এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা বেড়ে চলেছে। আহত হচ্ছে বহু মানুষ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি বলা চলে। যার ফলে এই রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।