স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : বিদ্যালয়ের বারান্দায় মদ জুয়ার আসর! শনিবার স্কুলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে চোখ ছানাবড়া প্রধান শিক্ষকের। নেই কোন হেলদুল পরিচালন কমিটির। যার পরিপ্রেক্ষিতে একপ্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন অভিভাবক সহ এলাকাবাসী। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের ভিতরে প্রচুর মদের বোতল পড়ে আছে।
পরবর্তী সময় এলাকাবাসী জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে পড়ে আছে। স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলেন স্কুলে শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই। পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি। স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ে কোন ধরনের নিয়ম-শৃঙ্খলা নেই। সন্ধ্যার পর প্রতিদিন মদের আসর বসে। এ বিষয়ে বহুবার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান স্কুলের দীর্ঘদিনের সমস্যা হলো দেওয়াল নেই। যার কারণে এ ধরনের নেশার আসর বসে। শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে দেখে মদের বোতল বিদ্যালয়ের বারান্দায় পড়ে আছে। বিষয়টি সাথে সাথে ডিডিও এবং স্কুল পরিচালন কমিটিকে অবগত করা হয়েছে। যাতে তারা ব্যবস্থা গ্রহণ করে বলে জানান তিনি। এদিকে এই ঘটনা ঘিরে অভিভাবক মহল ও স্থানীয় বুদ্ধিজীবী মহলের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।