Saturday, March 22, 2025
বাড়িরাজ্যবাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল আগরতলা শহরে

বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল আগরতলা শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : রাজ্যে সড়ক পরিবহন শ্রমিকদের জরুরী দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার গণ ডেপুটেশন প্রদান করা হয় পরিবহন দপ্তরে। টি এম এস ইউ, টি এস আর ডব্লিউ ইউ, টি আর টি সি ডব্লিউ ইউ, টি ই আর ডব্লিউ ইউ যৌথভাবে আগরতলা শহরের এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, বর্তমান সরকারের আমলে পরিবহন শ্রমিকরা সারাদেশে ব্যাপকভাবে আক্রান্ত। জ্বালানি তেল এবং ট্যাক্সের টাকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে রাজ্যেও সমস্ত কিছু দাম বৃদ্ধি করে চলেছে এ সরকার। এবং বীমার অর্থ দুই শতাধিক গুণ বৃদ্ধি করেছে। এতে রাজ্যের তিন থেকে সাড়ে তিন লক্ষাধিক পরিবহন শিল্পের সাথে জড়িত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে পুলিশেরও নির্যাতন চলছে পরিবহন শ্রমিকদের উপর। বিভিন্নভাবে তাদের উপর জরিমানা করা হচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। দাড়িগুলো মূলত পরিবহন ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করা, পরিবহন বিমার মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ ১১ দফা দাবি এদিন সরকারি দৃষ্টি আকর্ষণ করে তুলে দেওয়া হয় শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য