স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : ট্রাফিক সিগনাল লঙ্ঘন করে এসে এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিল বেপরোয়া গাড়ি। ঘটনায় আহত পুলিশ কনস্টেবল। আহত পুলিশ কনস্টেবলের নাম মিন্টু চন্দ্র দেব। ঘটনা বাগমা পুলিশ ফাঁড়ির সামনে। স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জানা যায়, মঙ্গলবার উদয়পুর বাগমা পুলিশ ফাঁড়ির সামনে প্রত্যেক দিনের মত মঙ্গলবার রাতেও তল্লাশি করছিল বাগমা পুলিশ ফাঁড়ির পুলিশ।
সেই সময় দ্রুতগতিতে আসা একটি মারুতি গাড়ি পুলিশ কনস্টেবল মিন্টু চন্দ্র দেবকে দেয়। পরবর্তী সময় মাটিতে লুটিয়ে পড়ে আহত পুলিশ কনস্টেবল। তখন অন্যান্য পুলিশ কর্মীরা চিৎকার শুরু করে। পরে দ্রুতগতিতে আসা গাড়িটি দিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতলে নিয়ে গেল রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। গাড়ির নম্বর- TR03-E-0699 । গাড়ির ড্রাইভার জামশেদ হোসেন বাড়ি উদয়পুর ছনবন এলাকায়। তাকে গ্রেপ্তার করে রাধাকিশোর পুর থানায় নিয়ে আসা হয়।