Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যফার্মে ঢুকে দুই শতাধিক মুরগি মেরে ফেললো দুষ্কৃতীরা

ফার্মে ঢুকে দুই শতাধিক মুরগি মেরে ফেললো দুষ্কৃতীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : পোল্ট্রি মোরগ মেরে ফেলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা খোয়াই জব্বরটিলা এলাকায়। ঘটনা খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সোমবার গভীর রাতেও জাম্বুরা গ্রাম পঞ্চায়েতর জব্বরটিলা বাজার সংলগ্ন বিমল দেবনাথ নামে এক ব্যবসায়ীর পোল্ট্রি ফার্মে হানা দেয় দুষ্কৃতীরা।

 প্রায় দুই শতাধিক পোল্ট্রি মোরগির বাচ্চা মেরে যায় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ বিমল দেবনাথের। এমনকি ফার্মে থাকা মোরগের জল ও খাবারে ২৬ টি ড্রাম নিয়ে যায় দুষ্কৃতীরা। সবমিলিয়ে ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকারও বেশি ক্ষয় ক্ষতি হয়েছে বলে বিমল দেবনাথের অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে খোয়াই থানায় অভিযোগ জানালে মঙ্গলবার সকালে খোয়াই থানার এস আই দেব প্রসাদ চক্রবর্তী পুলিশের এক টিম জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন এবং একটি লিখিত অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। অন্যদিকে এই গোটা ঘটনায় বলা যেতে যে কৃষকের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য