স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : ফাঁসিতে আত্মহত্যা করল ২১ বছরের এক যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভাগাইয়া টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভগাইয়া টিলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে ২১ বছরের শাকিল মিয়া নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে যতদূর খবর প্রণয় সংক্রান্ত ঘটনার কারণে মৃত্যু হয়েছে যুবকের। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।