Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যশ্লীলতাহানির ঘটনার দায়ে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় সাজা ঘোষণা...

শ্লীলতাহানির ঘটনার দায়ে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় সাজা ঘোষণা করলেন বিচারক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : বিশ্রামগঞ্জ থানা এলাকায় নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে একাধিক ধারায় সাজা ঘোষণা করলেন বিশালগড়ের বিশেষ আদালতের বিচারক দেবাসিষ কর। সাজা প্রাপ্ত আসামীরা হল দীপন দেব ও রাজীব দেব। সরকার পক্ষের আইনজীবী রিপন সরকার জানান ২০১৬ সালের ২৯ জুলাই বিকালে বিশ্রামগঞ্জ থানা এলাকায় ১৩ বছর বয়সী এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়। সেই দিন নাবালিকা স্কুল থেকে বাড়িতে ফিরে ঘরের অভ্যন্তরে খাটের উপর বসে ভাত খাচ্ছিল।

সেই সময় খাটের নিচ থেকে বেরিয়ে দীপন দেব ও রাজীব দেব নামে দুই যুবক নাবালিকার শ্লীলতাহানি করে। ২০১৬ সালের ৩ আগস্ট বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে। পক্সো এক্ট সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারি অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। তারপর বিশালগড় বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন সময় সরকার পক্ষের ১১ জন সাক্ষির সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। অভিযুক্তদের পক্ষ থেকে দুই জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়।

শনিবার বিশালগড়ের বিশেষ আদালতের বিচারক দেবাশিষ কর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। বিচারক অভিযুক্তদের ভারতীয় দণ্ড বিধির ৪৫৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাবাসের ঘোষণা দেন। এছাড়াও ভারতীয় দণ্ড বিধির ৫০৬ ধারায় আসামিদের দুই বছরের কারাবাস ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাবাস, পক্সো এক্টের ৮ নং ধারায় আসামিদের ৫ বছরের কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাবাসের সাজা ঘোষণা করেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী। এই ঘটনার দীর্ঘ প্রায় ৮ বছর পর ন্যায় বিচার পেয়েছে শ্লীলতাহানির শিকার হওয়া নাবালিকার পরিবারের লোকজন। স্বাভাবিক ভাবেই আদালতের এইদিনের রায়ে খুশি নাবালিকার পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য