Saturday, December 21, 2024
বাড়িরাজ্যযান দুর্ঘটনায় আহত দুই, নিহত একজন

যান দুর্ঘটনায় আহত দুই, নিহত একজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত দুই নিহত এক। ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শম্ভু মজুমদারের ছেলে শুভজিৎ মজুমদার শুক্রবার সন্ধ্যায় বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা মন্টু সিং-কে নিজের বাইকে নিয়ে রওয়ানা হয়।

শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুভজিৎ একটি বাস গাড়ি ও একটি যাত্রীবাহী অটোকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় যাত্রীবাহী অটোর সাথে শুভজিৎ-এর বাইকের সংঘর্ষ ঘটে। এতে বাইক ছেলে ছিটকে রাস্তায় পরে যায় বাইক চালক শুভজিৎ মজুদার, বাইক আরোহী মন্টু সিং ও এক পথচারী। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যাত্রীবাহী অটোটি। এইদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মন্টু সিং-কে মৃত বলে ঘোষণা করে দেন।

 অপরদিকে আহত বাইক চালক ও পথচারীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেরে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ। এক পুলিশ অফিসার জানান বাইক দুর্ঘটনায় আহত মন্টু সিংকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। আরও একজন আহত হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেরে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের কাছ থেকে একটি বাইকের নাম্বার পাওয়া গেছে, তবে বাইকের মালিক কে তা জানা যায় নি। জানা যায় বাইক চালক শুভজিৎ মজুমদারের মাথায় যেমন হেলমেট ছিল না, তেমনি তার ড্রাইভিং লাইসেন্সও নেই। তাই তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হলে পরিবারের লোকজন তাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য হাসপাতাল থেকে দ্রুত বাড়িতে নিয়ে চলে যায়। পরিবারের লোকজনের বক্তব্য শুভজিৎ ও মৃত মন্টু সিং এক বাইকে ছিল না। মন্টু সিং-এর মৃত্যুর ঘটনার সাথে শুভজিৎ এর বাইক দুর্ঘটনার কোন যোগাযোগ নেই। প্রশ্ন হচ্ছে একই স্থানে একটিই বাইক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা মন্টু সিং ও শুভজিৎ-কে একসাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তার পরও পরিবারের লোক কিসের ভিত্তিতে ঘটনা ধামা চাপা দিতে চাইছেন? জানা যায় শুভজিৎ-এর পরিবারের লোকজন ইতিমধ্যে মোটা অঙ্কের বিনিময়ে পুলিশকে মেনেজ করে ঘটনা ধামা চাপা দিতে চাইছে। এখন দেখার পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে শুভজিৎ-এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য