স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে শহরাঞ্চলের বাইশটি স্কুলকে নিয়ে এক মেগা ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ওয়ার্ড অফিসে হয় এই মেগা কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলক রায় সহ বাইশটি স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদের দ্বারা আগামী দিন দেশ আরো এগিয়ে যাবে। তাই তাদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। আয়োজিত ফাইনাল রাউন্ডে মোট পাঁচটি স্কুলের ১০ জন পড়ুয়া নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আয়োজিত এই কুইজ প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়।