Sunday, October 6, 2024
বাড়িরাজ্যবেহাল অবস্থায় পরিণত হয়ে আছে বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া

বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া যাতায়তের রাস্তাটি। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজননা প্রকল্পে বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত ৪.৪৬৪ কিলোমিটার রাস্তা নির্মান করা হয়। ঠিকেদার কিশোর রায় এই রাস্তার নির্মান করে। রাস্তাটি নির্মাণ করা হয় ২০১৬ সালে।

 সম্প্রতি রাস্তাটি সংস্কার করা হয়। কিন্তু এই রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান ছিলো অত্যন্ত নিম্নমানের। যার কারনে সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে গেছে। এই বেহাল রাস্তা দিয়ে যানবাহন থেকে শুরু করে সাধারন মানুষকে চলাফেরা করতে অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে। অভিযোগ ঠিকেদার কিশোর রায় শান্তিরবাজার মহকুমায় যতগুলি রাস্তার কাজ করিয়েছেন, প্রতিটি রাস্তার হাল বর্তমানে বেহাল হয়ে পড়েছে। সবকয়টি রাস্তা নিম্ন মানের করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান সম্পূর্ণ রাস্তা ভেঙ্গে গেছে।

বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত ৪.৪৬৪ কিলোমিটার রাস্তাটি দেড় মাস ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। রাস্তার একাংশ ভেঙ্গে গেছে। এই রাস্তা বর্তমানে কার দায়িত্বে রয়েছে, তাও জানেন না এলাকাবাসিরা। বেহাল রাস্তার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ৪ থেকে ৫ হাজার লোক চলাচল করে। তিনি দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি জানান। বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত ৪.৪৬৪ কিলোমিটার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে থাকার ফলে এলাকাবাসিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় এলাকাবাসিরা প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হতে পাড়ে। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কার করার কোন উদ্যোগ গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য