Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যসপ্তম ছাত্র প্রকল্প আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার

সপ্তম ছাত্র প্রকল্প আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বৃহস্পতিবার সপ্তম ছাত্র প্রকল্প এক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এদিন মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও এদিন  উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য দে ওপোদ্দার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ সচিব ডক্টর কে শশী কুমার, উচ্চশিক্ষা অধিদপ্তর এনসি শর্মা সহ আরো অনেকেই ।

এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন এক্সপোর্ট এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে বাড়ানো যায় সে দিক দিয়ে ছাত্রছাত্রীরা মনোযোগ দিলে অর্থনীতি সমৃদ্ধিতে পরিণত হবে। মন্ত্রী- অনিমেষ দেববর্মা আরো বলেন এই প্রকল্পের মধ্য দিয়ে গবেষণা করতে ইচ্ছুক এমন ছাত্র-ছাত্রীদেরকে তহবিলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মূল লক্ষ্য। জৈব বৈচিত্র্যকে রক্ষা করে কিভাবে প্রযুক্তিকে সমৃদ্ধ করা যায়, সিমেন্টকে বাদ দিয়ে প্লাস্টিক উপকরণগুলো  কিভাবে ব্যবহার করা যায়, জনজাতিদের খাবারের আইটেমগুলো কিভাবে বৈজ্ঞানিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!