স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বর্তমান শ্রমিক স্বার্থ বিরোধী পরিস্থিতির প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে সি আই টি ইউ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন সি আই টি ইউ -এর রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন, গত ২৫ জুন সি আই টি ইউ -এর কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। গোটা রাজ্যের প্রতিনিধিরা এই কার্যকরী সভায় শামিল হয়। রাজ্যের পাশাপাশি দেশজুড়ে শ্রমজীবী অংশের মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেইগুলো নিয়ে আলোচনা করা হয় এই কার্যকরী সভায়। এর পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান তিনি।
তিনি আরো জানিয়েছেন ত্রিপুরায় এক মারাত্মক কেলেঙ্কারি করেছে সরকার। রাজ্যের একজন মন্ত্রী চা বাগানের মালিককে চিঠি দিয়ে চা বাগানের জায়গা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। দেশের প্লান্টেশন আইন অনুযায়ী চা বাগানের জমি কেউ নিতে পারে না। জাতীয় স্বার্থে একমাত্র জেলাশাসক চা বাগানের খালি জমি গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করতে পারেন। কিন্তু চা বাগানের মালিককে মন্ত্রী চিঠি পাঠানোর পর চা বাগানের জমি দখল নেওয়ার কাজ শুরু হয়েছে। এর সঙ্গে মন্ত্রী কোন না কোন ভাবে জড়িত রয়েছে বলে মনে করে সি আই টি ইউ। শুধু তাই নয় গোটা রাজ্য জুড়ে চা বাগানের জমি দখল নেওয়ার কাজ শুরু হয়েছে সরকারের উদ্যোগে। এরই প্রতিবাদে আগামী পয়লা জুলাই চা বাগানের এই সমস্যা নিয়ে গন ডেপুটেশন দেওয়া হবে সম দপ্তরের কমিশনারের কাছে। একইসঙ্গে চা বাগান গুলোতে গণঅবস্থান হবে। যে সমস্ত জায়গাগুলোতে চা বাগান নেই সেই সমস্ত জায়গা গুলোতে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে মহাকুমা শাসকের হাতে চিঠি তুলে দেওয়া হবে। যাতে করে এই বেআইনি কাজের বিরুদ্ধে রাজ্য সরকার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সম্পাদক শংকর প্রসাদ দত্ত আরো জানিয়েছেন শ্রমিকদের উপর দানবীয় আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এরই প্রতিবাদে আগামী চৌঠা জুলাই বিবেকানন্দ ময়দানের উত্তর পাশে সি আই টি ইউ এর কার্যালয়ের সামনে গণ অবস্থান সংগঠিত হবে। সারা রাজ্য থেকেই শ্রমিকরা অংশ নেবে এই গণ অবস্থানে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে।