স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র কে ছিলেন, দেশের প্রতি সমাজের প্রতি তৎকালীন সময় ওনার দায়িত্ব কি ছিল, কি ভাবে স্বাধীনতা আন্দোলনে তিনি দেশবাসিকে উদ্বুদ্ধ করেছিলেন সেই বিষয়ে ছাত্র-ছাত্রীদের জানতে হবে।
নতুন প্রজন্মরা যেন কবি সাহিত্যিক ঋষি, মনিষীদের ভুলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যে সকল মনিষীরা ভারতবর্ষে জন্ম গ্রহণ করেছেন, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সমাজকে সচেতন করার জন্য কাজ করে গেছেন তাদেরকে স্মরণ করা দরকার বলেও অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান বঙ্কিম চন্দ্র বলেছিলেন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত মৃত্যু কাঙ্ক্ষিত নয়। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করেছেন তিনি। দেশের স্বাধীনতা আন্দোলনে একজন বুদ্ধিজীবী হিসাবে কাজ করেছিলেন বঙ্কিম চন্দ্র। তিনি ভগবানের চাইতে ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন। ভারত মাতার জয় গান তিনি বেশি গাইতেন। অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।