স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন :স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ল ছাত্র। ঘটনা চড়িলাম চেছুড়িমাই এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা উদয়পুর জাতীয় সড়কের চড়িলাম চেছুড়িমাই এলাকায় চেছড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে মারুতি ভ্যান গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় তার বাড়ির লোকজনদের।
খবর পেয়ে ছুটে আসে তার বাড়ির লোকজন। বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘাতক মারুতির খোঁজে তল্লাশি চালিয়েছেন বলে খবর।