স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন :সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয়।
তারপর সেই সকল দাবি আপত্তির নিষ্পত্তি করা হয়। সবশেষে সোমবার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। এক সাক্ষাৎকারে রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানান চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে ১২ লক্ষ ৯৪ হাজার ৭ জন।
তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬ লক্ষ ৫৮ হাজার ৫৮৯ জন। মহিলা ভোটার রয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার ৪৬০ জন। তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ১১ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও কারো কোন আপত্তি থাকলে জানাতে পারবে বলে জানান রাজ্যের নির্বাচন কমিশনার। তিনি আরও জানান মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল গুলিও ময়দানে ঝাপিয়ে পড়েছে। রাজনৈতিক দল গুলি তাদের নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।