Saturday, February 8, 2025
বাড়িরাজ্য২৬,৮৯৩ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ অর্থমন্ত্রীর

২৬,৮৯৩ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ অর্থমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। বিরোধীদের হই হট্টগোলের মধ্য দিয়ে নিজের সংক্ষিপ্ত ভাষণ পাঠ করলেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। রাজ্যপালের ভাষণের মাঝেই আইন শৃঙ্খলার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন এবং পরে ওয়াক আউট বিরোধী দলের বিধায়কদের। ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৬ হাজার ৮৯৩ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। গত বছরের তুলনায় বাজেট বৃদ্ধির হার ১৮.৩৪ শতাংশ।

 স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যয় হবে ১,৭৭৭ কোটি টাকা। শিক্ষাক্ষেত্রে ব্যয় হবে ৫,০২৬ কোটি টাকা। সুবর্ণজয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার অধীনে ২০২২-২৩ অর্থবর্ষে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে স্বনির্ভরতা এবং সামাজিক ভাতার উপর। উত্তর-পূর্বাঞ্চলে মৎস্য চাষে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপুরা বলে জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সামাজিক ভাতা ২ হাজার টাকা করার প্রস্তাব পেশ অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। দুর্গাপূজার আগেই যাতে এই বর্ধিত হারে সামাজিক ভাতা মানুষ পেতে পারে সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ভাতা বাবদ মোট ৬৪৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে। এতে ৩ লক্ষ ৮১ হাজার রাজ্যবাসী উপকৃত হবে বলে জানান তিনি। জনজাতি এলাকার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে ১৩ শ’ কোটি টাকার আর্থিক মঞ্জুরী  পাওয়া গেছে বলে জানান র্অর্থমন্ত্রী। সুবেদার পদ পর্যন্ত টিএসআর জওয়ানদের রেশন মানি ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা এবং টিএসআর জওয়ানদের অবসরে যাবার বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাব রয়েছে অর্থমন্ত্রীর ভাষণে। এদিকে দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম গড়ে তোলা হবে পুষ্পবন্ত প্রাসাদ। এতে রাজ্যের উন্নয়ন ও বিকাশ এগুবে বলে ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য