স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : বৃহস্পতিবার হকার্স কর্নার মার্কেট পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। আনা হয় দমকলের ইঞ্জিন। সেই ইঞ্জিন পরীক্ষা মূলক ভাবে বাজারের ভেতর প্রবেশ করানো হয়। কোন সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। কিন্তু দেখা যায় বাজারের ভেতর দমকলের ইঞ্জিন সঠিক ভাবে প্রবেশ করতে পারছে। তবে তারের কিছু সমস্যা রয়েছে। সেগুলি গুছাতে হবে পুর নিগমকে।
হকার্স কর্নার মার্কেট রাজ্যের পুরাতন ঐতিহ্যবাহী মার্কেট। সব ধরনের ক্রেতারা এই মার্কেটে আসেন। ক্রেতা ও বিক্রেতাদের কথা চিন্তা করে এই মার্কেটের যাতায়াতের বিষয়টিতে প্রধান্য দেওয়া হয়। পূর্বের সফরে গিয়ে মেয়রের নজরে আসে মার্কেটে ফায়ার সার্ভিস প্রবেশের ক্ষেত্রে সমস্যার বিষয়টি। এরপর ব্যবসায়ীদের বলা হয় যারা অবৈধ নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য। অন্যথায় পুর নিগম সেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙ্গে দেবে। অনেক ব্যবসায়ী সহযোগিতা করলেও একটা অংশ কোন সহযোগিতা করেনি। তাই বাধ্য হয়ে পুর নিগম ব্যবস্থা নেয়। মেয়র জানান এবার ক্রেতা ও বিক্রেতাদের জীবন রক্ষা করা যাবে। সুরক্ষিত থাকবে বাজার। তবে তিনি স্পষ্ট জানান কিছু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব নির্মাণ করে রেখেছেন। তাদের কারনে নিকাশি ব্যবস্থা বিঘ্ন ঘটছে। সোমবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার অভিযান চালাবে পুর নিগম। স্মার্ট সিটি প্রকল্প থেকে একটি টয়লেটের ব্যবস্থা করা হবে। রাস্তার উপর একটি অবৈধ নির্মাণ রয়েছে। তা ভেঙ্গে দেওয়া হবে বলে জানান মেয়র দিপক মজুমদার। ছিলেন কাউন্সিলার রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকেরা।