Saturday, February 8, 2025
বাড়িজাতীয়৪৫-দিনে তৈরি ৭ তলা বহুতল কমপ্লেক্স, ডিআরডিও-কে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর

৪৫-দিনে তৈরি ৭ তলা বহুতল কমপ্লেক্স, ডিআরডিও-কে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর

বেঙ্গালুরু, ১৭ মার্চ (হি.স.): মাত্র ৪৫-দিনের মধ্যেই ৭-তলা বহুতল কমপ্লেক্স তৈরি করে রেকর্ড গড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বেঙ্গালুরুতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোজেক্টের জন্য এই বহুতল কমপ্লেক্স তৈরি করেছে ডিআরডিও।

এত অল্প দিনে এমন একটি বহুতল নির্মাণের জন্য ডিআরডিও-কে অভিনন্দন ও কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এডিই)-এ এফসিএস কমপ্লেক্সের উদ্বোধন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বিশ্বে প্রথম ধরণের অনন্য প্রকল্প এটি। কোনও অলৌকিক ঘটনা থেকে কোনও অংশে কম নয়, আগে একটি প্রজেক্ট শেষ করতে কয়েক বছর সময় লাগত। কিন্তু মাত্র ৪৫ দিনে এই বিল্ডিং কমপ্লেক্স সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের (ডিআরডিও) সবাইকে অভিনন্দন জানাচ্ছি।” এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই ও ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডিও।

ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে নির্মিত ৭-তলা এই বহুতল কমপ্লেক্স পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্টের রিসার্চ ও ডেভেলপমেন্ট সুবিধা হিসাবে ব্যবহার করা হবে। ডিআরডিও আরও জানিয়েছে, বহুতল কমপ্লেক্সটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বেঙ্গালুরু কর্তৃক গৃহীত এএমসিএ-র জন্য ফাইটার এয়ারক্রাফ্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য অ্যাভিওনিক্সের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। প্রতিরক্ষা মন্ত্রককে বিল্ডিংয়ের ভিতরে প্রকল্পের উপর একটি উপস্থাপনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য