Sunday, October 6, 2024
বাড়িরাজ্যশ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উদযাপন

শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : রবিবার সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। এইদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, বিধায়ক দীপক মজুমদার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পড়ে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন ২৩ জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। জম্মু কাশ্মীরের ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি জন সংঘের প্রতিষ্ঠা করেছিলেন ১৯৫১ সালে। ১৯৮০ সালে জন সংঘ থেকে বিজেপি দলের প্রতিষ্ঠা হয়েছিল। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান বিফলে যায় নি। জম্ম কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানো হয়েছে। ৬ জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। তাই ২৩ জুন আত্মবলিদানের দিন থেকে পক্ষকাল ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 অপরদিকে ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস উপলক্ষে ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্থ নামক জনকল্যাণ পদযাত্রা শুরু করা হয় রবিবার। এই পদযাত্রার সমাপ্তি হবে ৬ জুলাই। এইদিন সকাল ৬ টায় বিধায়ক রাম প্রসাদ পালের হাত ধরে সুচনা হয় পদযাত্রার। ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের ১৬ নন বুথের রেল চৌমুনী থেকে শুরু হয় পদযাত্রা। ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। পদযাত্রার অগ্রভাগে ছিলেন বিধায়ক রাম প্রসাদ পাল। তিনি কথা বলেন এলাকার সাধারন মানুষের সাথে। বিধায়ক রাম প্রসাদ পাল জানান জনগণের কাছ থেকে তাদের অভিমত জানার জন্য এই পদযাত্রা সংগঠিত করা হয়েছে। তিনি সরাসরি মানুষের সাথে কথা বলছেন। মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য