Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যময়না তদন্ত করা মৃতদেহ উদ্ধার মনু নদী থেকে

ময়না তদন্ত করা মৃতদেহ উদ্ধার মনু নদী থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : রবিবার সকালে ময়না তদন্ত করা মৃতদেহ উদ্ধার মনু নদী থেকে। ঘটনা কৈলাশহরের কৈলাশহর কাউলিকুরা ৫ নং ওয়ার্ড এলাকায়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর কাউলিকুরা ৫ নং ওয়ার্ড এলাকায় মনু নদীর জলে রবিবার সকালে স্থানীয়রা কাপড় দিয়ে পেছানো একটা মৃতদেহ দেখতে পায়।

 যদিও মৃতদেহটি পুরুষ নাকি মহিলার তা বুঝা যাচ্ছিল না। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় শতশত মানুষ। খবর দেওয়া হয় কৈলাশহর থানার পুলিশকে। যথারীতি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। মনু নদীর জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। উদ্ধারের পর দেখা যায় মৃতদেহটি পুরুষ লোকের। এলাকার কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারে নি।

 কৈলাশহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান মৃতদেহটি দেখে বুঝা যাচ্ছে আগে একবার মৃতদেহটির ময়না তদন্ত করা হয়েছে। তারপরও তদন্তের স্বার্থে মৃতদেহটির ফের একবার ময়না তদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। প্রশ্ন হচ্ছে ময়না তদন্ত করা এই মৃতদেহটি মনু নদীতে কি ভাবে এসেছে। মৃত ব্যক্তির পরিচয় কি। কারা মনু নদীতে মৃতদেহটি ফেলেছে। এখন দেখার পুলিশ তদন্তক্রমে এই মৃতদেহের পরিচয় জানতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য