স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : রাজধানীর সুভাষপল্লী এলাকার কৌরবস্ ক্লাবে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিবির। উপস্থিত ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানান, সারা বছর কৌরবস্ ক্লাবের পক্ষ থেকে সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়। রবিবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস। এরই অঙ্গ হিসেবে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। যাতে এলাকার মানুষ শিবিরে এসে চিকিৎসকের কাছ থেকে চোখ যত্নে রাখার জন্য পরামর্শ গ্রহণ করতে পারে। এবং যারা এই দিন চোখ দেখাতে এসেছে তাদের চোখের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। এ ধরনের জনসেবামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ক্লাবে কর্মকর্তাদের। এদিন মোট ৮০ জন মানুষ শিবির থেকে উপকৃত হয়।