Tuesday, July 23, 2024
বাড়িরাজ্যঅম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সিঁদুর খেলার ভিড়

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সিঁদুর খেলার ভিড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনি। প্রতি বছর অম্বুবাচী উপলক্ষে মহিলারা রাজধানীর লক্ষীনারায়ণ মন্দিরে গিয়ে সিধু খেলে। এবং ভগবানের কাছে স্বামী দীর্ঘায়ু কামনা করে।

প্রতি বছরের মতো এ বছরও শনিবার সকালে অম্বুবাচী উপলক্ষে লক্ষী নারায়ন মন্দিরে সমবেত হয়েছে মহিলারা। ভগবানের পূজা দিয়ে স্বামী দীর্ঘায়ু এবং দম্পতি জীবনের সুখ শান্তি জন্য কামনা করেন। লক্ষীনারায়ণ মন্দিরের এক পুরোহিত জানান, প্রতিবছরই অম্বুবাচী উপলক্ষে সধবা মহিলারা লক্ষীনারায়ণ মন্দিরে এসে তাদের সুখ-সমৃদ্ধির জন্য এবং স্বামীর দীর্ঘায়ু জন্য কামনা করে ভগবানের কাছে।

এ সময় সধবা মহিলারা একে অপরের সাথে সিঁদুর খেলেন। এ বছরও সকাল থেকে ভীড় রয়েছে লক্ষী নারায়ণ মন্দিরে। মহিলারা লক্ষীনারায়ণ মন্দিরে এসে একে অপরের সাথে সিঁদুর খেলছে। তবে পুরোহিত আরো বলেছেন কালের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ লক্ষীনারায়ন মন্দিরে যখন সধবা মহিলারা সিঁদুর খলছে তখন বিধবা মহিলারা সেখানে চলে আসাটা দুঃখজনক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য