Sunday, May 25, 2025
বাড়িরাজ্যপাশবিক লালসার শিকার ৭ বছরের শিশু কন্যা

পাশবিক লালসার শিকার ৭ বছরের শিশু কন্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : ৫৫ বছর বয়সী এক ব্যক্তির পাশবিক লালসার শিকার ৭ বছরের শিশু কন্যা। ঘটনা খোয়াই থানাধীন সমতল পদ্মবিল এলাকায়। অভিযুক্ত স্বপন শুক্ল দাসকে গ্রেপ্তার করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার নিজ বাড়িতে একা ছিল ঐ শিশু কন্যা। একাকীত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী স্বপন শুক্ল দাস ঐ শিশুর উপর নিজের পাশবিক লালসা চরিতার্থ করে। শুক্রবার সন্ধ্যায় ঐ শিশু কন্যার মা বাড়িতে আসার পর সে মাকে ঘটনার বিষয়ে জানায়।

পরবর্তী সময় শিশু কন্যাকে সাথে নিয়ে মা-বাবা খোয়াই মহিলা থানায় ছুটে যায়। এবং অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্তে নেমে খোয়াই মহিলা থানার পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। খোয়াই মহিলা থানার সেকেন্ড অফিসার সম্পা দাস জানান অভিযুক্তর বিরুদ্ধে পক্সো এক্টে মামলা লিপিবদ্ধ হয়। অভিযুক্তকে শনিবার খোয়াইয়ের জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!