Saturday, May 24, 2025
বাড়িরাজ্যজগন্নাথের স্নান যাত্রার আয়োজন

জগন্নাথের স্নান যাত্রার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : তিথি অনুযায়ী শনিবার রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে এবং মঠ চৌমহনি স্থিত ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নান যাত্রা। ৭ জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। সেই মোতাবেক এইদিন অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নান যাত্রা। এইদিন জগন্নাথের স্নান যাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে। জগন্নাথ জিও মন্দির ছাড়াও এইদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগে পূর্বাশা মাঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়।

উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। ইসকন মন্দিরের এক পুজারি জানান, জগন্নাথের স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা। এইদিন জগন্নাথ দেবকে স্নান করানো হয়। স্নান যাত্রার পর ১৫ দিন অসুস্থ থাকেন। তারপর জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠেন। জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠার পর রথযাত্রা অনুষ্ঠিত হয়। ৭ জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!