Saturday, December 21, 2024
বাড়িরাজ্যচারটি বাড়িতে পাহাড় ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

চারটি বাড়িতে পাহাড় ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : মুশলধারে বৃষ্টির কারণে দুই গ্রামের চারটি বাড়িতে পাহাড় ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনা কদমতলা থানাধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, কদমতলা থানাধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে বঙ্কিম ঘোষ, কার্ত্তিক তেলেঙ্গার, নারায়ণ ঘোষ ও দ্বীপ কানুর বাড়িতে ভূমিধ্বসে পড়ে ঘরে। এতে বঙ্কিম ঘোষের ঠাকুর ঘর, নারায়ণ ঘোষের শৌচালয় ও দ্বীপ কানুর রান্না ঘর ক্ষতিগ্রস্ত হয়। অন্য দিকে রাণীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে কার্ত্তিক তেলেঙ্গার বসত ঘরে পাহাড় ধসে পড়ে।

এতে কার্ত্তিক তেলেঙ্গার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। এই বিষয়ে বঙ্কিম ঘোষ জানিয়েছেন, তারা দুই ভাই গরীব মানুষ। খুবই কষ্টে তাদের সংসার চলে। এই অবস্থায় ধ্বস পড়ে তাদের ঘরের দেওয়ালে ফাটল ধরায় তারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। জানা গেছে রাতে বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এই ঘটনার খবর পেয়ে ব্লক চেয়ারম্যান সুব্রত দেব ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য