Friday, April 25, 2025
বাড়িরাজ্যঅবরোধে আটকে পড়লেন বিরোধী দলনেতা, আধিকারিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ...

অবরোধে আটকে পড়লেন বিরোধী দলনেতা, আধিকারিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : দীর্ঘ কয়েক বছর ধরে কৈলাসহর শ্রীরামপুর এলাকায় জল আটকে বহু মানুষের বাড়ি ঘর ডুবে যায় এবং পুকুরের মাছ বেরিয়ে যায়। প্রশাসনকে বহুবার জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোন ভূমিকা নেওয়া হয়নি জল নিষ্কাশনের জন্য। তাই এলাকার মানুষ বাধ্য হয়ে ৮ নং জাতীয় সড়কে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় বুধবার সকালে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মসূচির কারণে কমলপুরে যায়। দলীয় কর্মসূচি সেরে আগরতলা ফেরার সময় রাস্তায় অবরোধে পড়েন।

তারপর তিনি অবরোধকারীদের অভাব অভিযোগ শুনেন। মহকুমা শাসকের অধীনে যেসব আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলে সমস্যা দ্রুত সমাধান করার জন্য বলেন জিতেন্দ্র চৌধুরী। তারপর অবরোধকারীরা জিতেন্দ্র চৌধুরী কথায় শান্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে। তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হয়ে আছে। বহুবার মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের সমস্যা সমাধান হচ্ছে না। এভাবে চলতে থাকে তাদের আগামী দিনে বড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই প্রশাসনের হুঁশ ফেরাতে তারা রাস্তায় নেমেছিল। কিন্তু এদের রাস্তায় নামার পর আরও একটি আশ্চর্যের ঘটনা সংঘটিত হয়েছে এলাকায়। লক্ষ্য করা গেছে স্থানীয় বিধায়ক অবরোধের খবর পেয়ে বিকল্প রাস্তা দিয়ে অন্যথায় চলে গেছেন। এখন দেখার বিষয় প্রশাসনিক আধিকারিকরা সমস্যার সমাধান করতে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য