স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : গত দুই দিন ধরে কৈলাসহরে একনাগাড়ে বৃষ্টির ফলে মনু নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কিত শ্রীরামপুর এলাকার মানুষজন। মহকুমা শাসকের সামাজিক মাধ্যমের এক তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮ টা পর্যন্ত মনু নদীর জলের স্তর ২৩ দশমিক ৩০ মিটার। বিপজ্জনক জলস্তর ২৪ মিটার। শ্রীরামপুর বিবেকানন্দ হলের পাশের রাস্তা দিয়ে মাত্র এক কিলোমিটার পথ গেলেই ১৯৯ ব্যাটালিয়ন বি.এস.এফ ক্যাম্প।
এর পাশে রয়েছে প্রায় শতাধিক পরিবারের বসবাস। সকাল থেকে নদীর জলে আশেপাশের বাড়িগুলিতে জল ঢুকে যায়। ভাঙছে বাড়ির সীমানার মাটি। আর তাতে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার জনগণ। অতিসত্বর এই বাঁধের জল আটকাতে সরকারী কোনো পদক্ষেপ না নিলে জল উঠা কিংবা নামার সাথে সাথেই ভেঙে পড়তে পারে নদীর পাড়ের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বিস্তৃত অংশ।
শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দারা ও শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান নয়ন পাল জানান, এলাকায় ঢুকছে নদীর জল এবং এই বিষয়ে বিভিন্ন আধিকারিকদের তারা জানিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। আধিকারিকরাও তাদের আশ্বাস দিয়েছেন, নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয় কত দ্রুত শ্রীরামপুরের ২ নং ওয়ার্ড এলাকায় নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেন আধিকারিকরা। তবে এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায় জানেন কি না জানতে চাইলে প্রধান নয়ন পাল জানান, এখনও এই বিষয়ে মন্ত্রী টিংকু রায়কে জানানো হয় নি। তবে, কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীকে এই বিষয় অবগত করা হবে।