Friday, December 6, 2024
বাড়িরাজ্যরেল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলো ত্রিপুরা সরকারের একটি টিম

রেল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলো ত্রিপুরা সরকারের একটি টিম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : গত ১৬ জুন সকাল ৮ টা ১৫ মিনিটে আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীবাহী এই ট্রেনটি ২১ টি কোচ নিয়ে এবং দুটি ভিপি পার্সেল কোচ সহ ২৩ টি কোচ নিয়ে রওনা হয়েছিল। কিন্তু ট্রেনটি সোমবার সকাল পৌনে নয়টার নাগাদ উত্তরবঙ্গে দুর্ঘটনায় পরে। একটি মালবাহী গাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।

 আহত ও নিহিতদের এখনো সনাক্ত করা যায়নি। বিশেষ করে তারা ত্রিপুরার বাসিন্দা কিনা সে বিষয়েও জানা যায় নি। সোমবার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী।

 তিনি আরো বলেন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। ইতিমধ্যে কলকাতা ত্রিপুরা ভবন থেকে দুজনের একটি টিম ঘটনাস্থলে যাবে সোমবার বিকেলে। এই প্রতিনিধি দলটি ত্রিপুরার কেউ যদি আহত হয় তাহলে তাদের চিকিৎসার সমস্ত সহযোগিতা করবে। তিনি সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে আরো জানান, এই দুর্ঘটনায় রাজ্যের কেউ যদি আহত হয় তাদের পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করা হবে। যারা মারা গেছে তাদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা দেওয়া হবে। আরো বলেন, এই দুর্ঘটনার পর থেকে সমস্ত খবরা খবর পশ্চিমবঙ্গের সরকার এবং রেল মন্ত্রকের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে ত্রিপুরা সরকার। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার সহ ডিজিস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য