Sunday, October 27, 2024
বাড়িরাজ্যপাট্টা জমির দাবিতে জাতীয় সড়ক অবরোধ

পাট্টা জমির দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : বনভূমিতে পাট্টা জমির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু ইকোপার্ক এলাকায়। অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের পাশে ফরেস্ট ল্যান্ডে তাদের বসবাসের জন্য জমির পাট্টা দিতে হবে।

 এই দাবিতে সকাল আনুমানিক ৯ টা নাগাদ থেকে মনু ইকোপার্ক এলাকায় জতীয় সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের আধিকারিকরা ও মহকুমা ফরেস্ট অফিসার। দীর্ঘক্ষণ অবরোধে পর আধিকারিকরা আশ্বস্ত করেন যদি বেআইনিভাবে তারা জমি দখল করে তাহলে তাদের মধ্যে একটি ভয়-ভীতি কাজ করবে যে কোন সময় তাদের উঠে যেতে হবে।

তাই কাগজপত্র দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কাগজপত্র জমা দেওয়ার পর ১৫ দিনের মধ্যে তাদের দাবির উপর সিদ্ধান্ত নেওয়া হবে এই প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে অবরোধকারীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে রাস্তা দুপাশে গাড়ি আটকে যায়। তীব্র দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য