Sunday, October 27, 2024
বাড়িরাজ্যধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা : রতন

ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক রাজধানীর এ.ডি নগর স্থিত এস.এ.আর.এস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন মন্ত্রী রতন লাল নাথ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা পি.বি জমাতিয়া সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান ১৫ জুন থেকে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হবে। এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে ১ লক্ষ ৯২ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় হয়েছে ৩৭১ কোটি ৭৯ লক্ষ টাকা। ১ লক্ষ ৭৬ হাজার ৫১৯ জন কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে। আরও ৪০ হাজার কৃষককে এই কার্ড প্রদান করা হবে। ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য