Sunday, December 22, 2024
বাড়িরাজ্যআন্দোলনের সামিল হলো জে.আর.বি.টি -র গ্রুপ-ডি পদের চাকুরি প্রত্যাশীরা

আন্দোলনের সামিল হলো জে.আর.বি.টি -র গ্রুপ-ডি পদের চাকুরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : অতি দ্রুত জে.আর.বি.টি -র গ্রুপ-ডি পদের চাকুরি প্রত্যাশীদের মেধা তালিকা প্রকাশের দাবিতে জেআরবিটি-র অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল চাকুরি প্রত্যাশীরা। ২০২০ সালে জেআরবিটি-র মাধ্যমে গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয় নি।

 লিখিত পরীক্ষায় পাশ করা চাকুরি প্রত্যাশীরা সোমবার জেআরবিটি-র অধিকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। তাদের দাবি অবিলম্বে মৌখিক পরীক্ষার মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য