স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : নতুনবাজার সাপ্তাহিক হাট বাজারে গরু ব্যবসায়ীরা পুলিশের যন্ত্রনায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পরেছে। অভিযোগ অমরপুর থেকে এক গরু ব্যবসায়ীক নতুনবাজার হাট বাজারে দুটি গরু বিক্রি করা জন্য নিয়ে আসলে বিক্রি না হওয়াতে পুনরায় বাড়ি নিয়ে যাওয়া সময় নতুনবাজার থানার ওসি সুবিমল বর্মন খেদেরনাল এলাকায় গরুর গাড়িটিকে থামিয়ে দশ হাজার টাকা জরিমানা করে, কিন্তু গরু ব্যবসায়ী জরিমানা প্রদান না করায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
তারা আরো জানায়, এই নতুনবাজার থানার ওসি সুবিমল বর্মন থাকাকালীন বিগত দুই মাস আগে নতুনবাজার থানা ও যতনবাড়ি ফাঁড়ি থানার সামনে দিয়ে দিনের পর দিন গরু পাচার করে বাংলাদেশ নিয়ে যাওয়া হলেও পুলিশ নিরব দর্শক ছিল। কিন্তু বর্তমানে অভিযোগ মোটা অংক জরিমানা করলে প্রতিবাদ জানানো হয়।
তখন পুলিশ বলে গরু নিয়ে গোশালায় দিয়ে দেওয়া হবে। ফলে বাজারের উপর প্রভাব পড়ছে বলে দাবি করেন বাজারের গরু বিক্রেতারা। তাই এদিন তারা থানায় ছুটে আসে ওসি সাহেবের সাথে দেখা করার জন্য। কিন্তু ওসি সাহেব তাদের সাথে দেখা করেন নিয়ে বলে জানান গরু বিক্রেতারা।