Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপ্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : ৪ জুন লোকসভা ভোটের গননার পর গভীর রাতে সিপিআইএম -এর দলীয় কার্যালয় ভাঙচুর, তারপর পাঁচ জুন প্রয়াত কবি হিমাদ্রী নন্দন দেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের পর শনিবার গভীর রাতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর করল দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিধায়ক বীরজিৎ সিনহা। অভিযোগ তুলেন শাসক দলের বিরুদ্ধে।

 জানা যায়, কৈলাসহর পুর পরিষদের দশ নং ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর এলাকায় শ্রীরামপুর ব্রীজের সন্নীকটে, ২০০৯ সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বসানো হয়েছিলো। এরপর থেকে প্রতিবছর প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এবং মৃত্যু দিন উপলক্ষে বছরের দুই দিন এই আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এই আবক্ষ মূর্তিটি ভেঙে দেওয়ায় তীব্র নিন্দা জানান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি বলেন, রাতের অন্ধকারে মতামত অবস্থায় শাসকদলের দুর্বৃত্তরা এই ঘটনা করেছে, তারা কাপুরুষ। ক্ষমতা থাকলে দিনের বেলায় এসে ঘটনা করার জন্য। তিনি আরো বলেন, লোকসভা ভোটের গননার পর এক একের পর এক ভাংচুর করা হচ্ছে, খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে এসবের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে রাস্তায় নামবে বলে জানান তিনি। তবে কৈলাসহর জুড়ে এ ধরনের মূর্তি ভাঙ্গা হিড়িকের ঘটনা ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নির্বিকার হয়ে আছে। ইতিবাচক ভূমিকা যদি গ্রহন করা না হয় তাহলে আইনশৃঙ্খলার অবনতিও ঘটতে পারে বলে মনে করছে কৈলাশহরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য