স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : ২০২১-এ এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছর পর প্রথম নিয়োগেই অনিয়ম উঠে আসে। পবিত্র জানা যায় সাব জোনাল ডেভলপমেন্ট অফিসারের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তিপ্রা মথা শাসিত এডিসি-র প্রশাসন চালাতে বেসামাল তা আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে।
রবিবার কামান চৌমুহনি স্থিত ত্রিপুরা রাজ্য পরিষদের প্রশান্ত কাপালি ভবনে সারা ভারত ছাত্র ফেডারেশন এবং সারা ভারত যুব ফেডারেশন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সারা ভারত যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত। পাশাপাশি সারা ভারত ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক শুভদীপ মজুমদার বলেন, ২০২১ সালে তিপ্রা মথা নির্বাচিত হওয়ার পর ৩ বছর পর ২০২৪-এ প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এইরকম অনিয়নিতা দুর্ভাগ্যজনক। এ আই এস এফ এবং এ আই ওয়াই এফ ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্তের দাবি করছে। অতিসত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। আরো বলেন, নীট ইউ জি পরীক্ষার ফলাফল নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তারও তদন্তের দাবি জানানো হচ্ছে।