স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : পরীক্ষার আগেই ফাঁস হয়ে আন্সার কি। পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। কিছুদিন পূর্বে টিটিএএডিসি প্রশাসন ১১০ টি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। পরীক্ষার মাধ্যমে এই ১১০ টি শূন্যপদ পূরণ করা হবে। টিটিএএডিসি প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চাকুরি প্রত্যাশীরা নিজের প্যাকেটের টাকা খরচ করে পরীক্ষায় বসার জন্য আবেদন পত্র জমা দেয়।
৯ জুন অর্থাৎ রবিবার পরীক্ষা গ্রহণের জন্য টিটিএএডিসি প্রশাসন থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়। রাজ্যের ৭১ টি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষায় বসার জন্য চাকুরি প্রত্যাশীরা চূড়ান্ত প্রস্তুতি নেয়। কিন্তু পরীক্ষার আগেই ঘটে গেল বিপত্তি। ফাঁস হয়ে গেল আন্সার কি। যার কারনে আপাতত পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে জানান টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি.কে জমাতিয়া। সাংবাদিক সম্মেলনে তিনি জানান রবিবার সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। তার জন্য পরীক্ষা গ্রহণের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সকলে প্রস্তুত ছিলেন।
এরই মধ্যে শনিবার ওনারা জানতে পারেন পরীক্ষার আন্সার কি ফাঁস হয়ে গেছে। তাই এই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। পরীক্ষার আন্সার কি ফাঁস করার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিম আগরতলা থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হবে। প্রশাসনিক ভাবেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক সম্মেলনে সিকে জমাতিয়া আরও জানান স্বচ্ছতার সাথে এই ১১০ টি শূন্যপদ পূরণ করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড এই নিয়োগ প্রক্রিয়ার সবকিছু দেখছে। পরীক্ষার প্রশ্নপত্র থেকে আন্সার কি তৈরি করার কাজ করেছে এই বোর্ড। পরীক্ষায় বসার জন্য প্রায় ২৬ হাজার চাকুরি প্রত্যাশী আবেদন পত্র জমা দিয়েছিল। আগামি ১০ দিনের মধ্যে নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। তবে পরীক্ষার আগের দিন আন্সার কি ফাঁস হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে টিটিএএডিসি প্রশাসনের ভুমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।