স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : সোনামুড়া মহকুমা ধনপুরের নেওড়ামুড়া জেবি স্কুলের কুয়ো পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো তিন শ্রমিকের। মৃতদের নাম শম্ভু কুমার দেববর্মা, অশোক কুমার ত্রিপুরা এবং শুক্রমণি মুড়াসিং। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে কুয়ার মধ্যে প্রচুর পরিমাণে আবর্জনা জমে নোংরা অবস্থায় ছিল। শনিবার স্কুলের এক শিক্ষক তিন শ্রমিককে ডেকে এনে কুয়ো পরিষ্কার করতে বললে রাজি হয়ে যায় তিন শ্রমিক। যথারীতি তারা কুয়ো পরিষ্কার করতে নামে, কিন্তু তারা বুঝতে পারেননি ভেতরে প্রচন্ড পরিমাণে বিষাক্ত গ্যাস জমে আছে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে জলে পড়ে যায়।
কয়েক মিনিটের মধ্যে আরো একজন জলে ডুবে যায়। দুজনকে উদ্ধার করার আগেই তৃতীয় শ্রমিকও জলে ডুবে যায়। সাথে সাথে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তিন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যায় সোনামুড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মৃত শ্রমিকদের পরিবার পরিজন। কান্নায় ভেঙে পড়ে তারা। এই মর্মান্তিক ঘটনা নিয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া। অসাবধানতার কারণে এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে বলে মনে করছে এলাকাবাসী। এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে তার তদন্ত শুরু করেছে। তবে কেউ কেউ কর্তৃপক্ষের চরম গাফিলতি নিয়েও এদিন আঙ্গুল তুলেছে। কারণ কোন রকমের নিরাপত্তা ছাড়া তাদের কুয়ো পরিষ্কার করার জন্য নামানো হয়েছিল। যার পরিণামে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছে এলাকাবাসী।