স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : ঘর জামাইয়ের রহস্যজনক মৃত্যু। মৃতের মায়ের অভিযোগ ছেলেকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। সন্দেহজনক এই ঘটনায় জিবি হাসপাতালের মর্গে অনুপস্থিত অনেকেই। বিবাদ বাদে মৃত যুবকের মা এবং শাশুড়ির। মৃত যুবকের মায়ের দাবি ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে পরিমল তাঁতি বেলমুড়া বাজারে মাংস আনতে যায়।
সেখান থেকে আসার সময় অটো দুর্ঘটনায় সে আহত হয়েছে বলে নিয়ে যাওয়া হয় রানীরবাজার হাসপাতালে। তারপর হাসপাতালে গিয়ে তার স্ত্রী তাকে নিয়ে আসে বাড়িতে। পরে পরিমলের অবস্থা আশঙ্কা জনক হওয়ার পর নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিমল তাঁতি। তারপর জিবি হাসপাতাল থেকে বাড়ি চলে যায় মৃত পরিমলের স্ত্রী। ঘটনার খবর পেয়ে খোয়াই তবলা বাড়ি থেকে পরিমলের মা হাসপাতালে ছুটে আসে। ছেলের মৃতদেহ দেখে সন্দেহ হয় মায়ের। পরিমলের মার দাবি ছেলের অটো দুর্ঘটনায় মৃত্যু হয় নি। তাকে অটো চাপা দিয়ে খুন করেছে। কিন্তু কারা খুন করেছে সে বিষয়টা নিয়ে মুখ খুলতে চায় নি অসহায় মা।
মৃত পরিমলের মার প্রশ্ন ছেলের মৃত্যুর পর বউ কীভাবে বাড়ি চলে গেছে, অটো গাড়ি চালকও জিবি হাসপাতালে আসেনি। এমনকি বারবার এ বিষয়টি নিয়ে তার সন্দেহ হওয়ায় তার সাথে ঝগড়া করেছে ছেলেরা শাশুড়ি বলে অভিযোগ। ৫ থেকে ৬ বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল পরিমলের। বিয়ের পর থেকে পরিমল শ্বশুরবাড়িতে থাকতো। তার বাড়ি খোয়াই তবলা বাড়িতে। মাত্র ৩২ বছর বয়সী ছেলেকে হারিয়ে হাসপাতালে চত্বরে অসহায় হয়ে পড়েছেন মা। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মৃত যুবকের শাশুড়ির কাছ থেকে জানা যায় অটো চালকের নাম অজয় তাঁতি। বাড়ি রানীরবাজারে। এখন দেখার পুলিশ অভিযুক্ত অটো চালককে জালে তুলে কঠোর শাস্তি ব্যবস্থা করে কিনা।