Sunday, October 6, 2024
বাড়িরাজ্যব্যবসায়ীর দোকান ভাঙচুর করল দুষ্কৃতীরা

ব্যবসায়ীর দোকান ভাঙচুর করল দুষ্কৃতীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : অসহায় ফুটপাত ব্যবসায়ীর দোকান ভাঙচুর করল দুষ্কৃতীরা। এমনকি পাশে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান রাতের আধারে ভেঙে চুরমার করে দিলো দুষ্কৃতিকারীরা। ঘটনা চড়িলাম রামকৃষ্ণ আশ্রম এলাকায়।

জানা যায়, চড়িলাম রামকৃষ্ণ আশ্রমের পাশে মনোরঞ্জন দেবনাথ নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার গভীর রাতের আধারে ভেঙে চুরমার করে দিলো দুষ্কৃতিকারীরা। এই ব্যবসা প্রতিষ্ঠানটি ঠিক ছিল মনোরঞ্জন দেবনাথের। তিনি এই দোকান দিয়ে সংসার প্রতিপালন করতেন। কিন্তু মনোরঞ্জন দেবনাথ জানান বুধবার সকালে ঘুম থেকে উঠে ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখন রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা তার এই প্রতিষ্ঠানটি ভেঙে চুরমার করে দেয়। তিনি সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য