Friday, October 18, 2024
বাড়িরাজ্যসাংবাদিকদের জন্য চক্ষু শিবির

সাংবাদিকদের জন্য চক্ষু শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : আগরতলা প্রেস ক্লাব ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় অশ্বীনি নেত্রালয়ের উদ্যোগে বুধবার চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষায়ক এক শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যাগণ চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

শিবিরের শুভ উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। তিনি বক্তব্য রেখে বলেন, চোখের প্রতি সকলে যত্ন নেওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে যত্ন নিলে চোখ সুরক্ষিত থাকে। এ বিষয় নিয়ে কেউ যাতে গাফিলতি না করে তার জন্য আহ্বান জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে। পাশাপাশি তিনি এদিন উদ্যোক্তাদেরও প্রশংসা করেছেন। আগামী দিনে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। এদিন বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই শিবির।  আয়োজিত শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী সহ অন্যান্য সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য