Tuesday, January 7, 2025
বাড়িরাজ্যভোট গণনার দিন আচমকা অশান্ত মেলাঘর, মারধর বিজেপি কর্মীকে

ভোট গণনার দিন আচমকা অশান্ত মেলাঘর, মারধর বিজেপি কর্মীকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : বিজেপি নামধারী দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত অপর এক বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন আচমকা অশান্ত হয়ে উঠল মেলাঘর। বিজেপির জয়ের গান গেয়ে ঘুরে বেড়ানো দুষ্কৃতিকারীরা অতি উৎসাহিত হয়ে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর সহ লুটপাট এবং মারধর এর মত ঘটনার সংঘটিত করল মেলাঘর হাসপাতাল চৌমুনী সংলগ্ন দুলাল সূত্রধরের দোকানে আচমকা ভাঙচুর চালায় শাসক দল নামধারী কিছু দুষ্কৃতিকারীরা। ঘটনা দেখতে পেয়ে দোকানের মালিক দুলাল সূত্রধর এগিয়ে আসতেই তাকেও মারধর চালায় এবং তার গলার সোনার চেইন জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ।

 দুলাল সূত্রধরের অভিযোগ দুষ্কৃতিকারীরা বিভিন্ন অবৈধ কার্যকলাপ সহ বিভিন্ন দুর্নীতি মূলক কর্মকাণ্ডে জড়িত। দুষ্কৃতিকারীরা মেলাঘরে একাধিকবার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটিয়েছে। পরে ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মেলাঘর থানার পুলিশ, টি এস আর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছুটে আসে কিন্তু দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় গোটা মেলাঘর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার  করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন এই ধরনের ঘটনায় গোটা মেলাঘরের মানুষ আতঙ্কিত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য