স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে: পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলো বিলোনিয়া নেতাজী পল্লী এলাকার প্রমিলা বাহিনীরা। দুই দিন ধরে পানীয় জল ঠিক ভাবে পাচ্ছে না এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে নেতাজী পল্লী প্রমিলা বাহিনীরা কলসি, বালতি নিয়ে অবরোধে বসে নেতাজী পল্লী এলাকায়।
তারপর এলাকার নেতৃত্ব ছুটে আসে অবরোধ স্থলে। তারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। তারপর জল দেওয়ার আশ্বাস দেয় অবরোধকারীরা। অবশেষে জল সম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের দুটি গাড়ি ছুটে আসে নেতাজী পল্লী এলাকায়। তারপর এলাকাবাসী শান্ত হয়। সুতরাং ঠেলার নাম বাবাজি। কারণ এই ধরনের আন্দোলনে না বসলে হয়তো কুম্ভ নিদ্রা ভাঙতো না প্রশাসনের। এভাবে চলতো পানীয় জলের সংকট।