স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সাদা পোষাকে সেখানকার ভাগ্যপুর জিপির ৫ নং ওয়ার্ডের হেলাল উদ্দিনকে বাইক সহ আটক করে তল্লাশি চালায়, এরপর তার কাছ থেকে দুটি সাবানের বাক্সে ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আটক হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভাগ্যপুর সহ আশপাশ এলাকায় নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এতে বিপথগামি হচ্ছিল যুব সমাজ। ড্রাগস বিক্রিতে তাকে কেউ বাঁধা দিলে সে তাকে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। এক কথায় সে নেশার সম্রাজ্যের বাদশা হয়ে দাঁড়িয়েছিল ভাগ্যপুর এলাকায়। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। নাকি সবটাই লোক দেখানো।