Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসিদ্ধি আশ্রম এলাকায় অভিযান চালিয়ে আগরতলা পুর নিগম ভেঙে গুঁড়িয়ে দেয় বহু...

সিদ্ধি আশ্রম এলাকায় অভিযান চালিয়ে আগরতলা পুর নিগম ভেঙে গুঁড়িয়ে দেয় বহু বাড়িঘর ও দোকানপাট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাধারঘাট রেলস্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বহু দোকানপাট এবং বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের আগেই ক্ষতিপূরণ প্রদান করেছিল আগরতলা পুর নিগম। পাশাপাশি নোটিশ প্রদান করা হয়েছিল জমি ছাড়ার জন্য, কিন্তু জমি থেকে সরে না যাওয়ায় বুল ড্রজার চালাতে বাধ্য হলো আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স।

এ বিষয়ে বিস্তারিত জানান আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। তিনি বলেন, এই রাস্তাটির কাজ করার জন্য প্রজেক্ট নিয়েছিল পূর্ত দপ্তর। কিন্তু কাজটি এগিয়ে নিয়ে যেতে বাধা হয়েছিল এলাকার কিছু মানুষ। তাদের ক্ষতিপূরণ দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল সরকারি রাস্তার জন্য জমির প্রদান করার জন্য। কিন্তু তারা জমি প্রদান করছিল না। তাই শুক্রবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সরকারি রাস্তা তৈরি করতে দোকানপাট এবং কিছু বাড়িঘর ভাঙ্গা হয়েছে। এদিন সকাল থেকেই ভুল ড্রজার দিয়ে চলে আগরতলা পুর নিগমের এই অভিযান। টাস্ক ফোর্সকে এদিন সহযোগিতা করতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিক। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। তবে এদিন আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের অভিযান ঘিরে কোন ধরনের অশান্তির খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য