Friday, July 26, 2024
বাড়িরাজ্যজিবি হাসপাতালের জানালা দিয়ে পালালো কয়েদি

জিবি হাসপাতালের জানালা দিয়ে পালালো কয়েদি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে পালালো বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন কয়েদি। কয়েদির নাম প্রদীপ সরকার। তার বাড়ি তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায়। পাহারারত এক জেল পুলিশ কর্মীর কাছ থেকে জানা যায় প্রদীপ সরকার নামে এই কয়েদি জিবি হাসপাতালে চিকিৎসাধীন গত দিন ধরে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার নাগাদ কয়েদি জানায় প্রাকৃতিক কাজ করবে। তখন পাহারারত পুলিশকর্মী তাকে শৌচালয়ে নিয়ে যায়। এবং জলের বন্দোবস্ত করে দেয়।

 কিন্তু সে সময় আবার পাহারারত পুলিশকর্মীও শৌচালায় যায়। আর সেই সুযোগ নিয়ে কয়েদি প্রদীপ সরকার শৌচালায় থেকে বের হয়ে পাশে একটি ভাঙ্গা জানালা দিয়ে লাফ দিয়ে হাসপাতালে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ কর্মী শৌচালয় থেকে বের হয়ে দেখেন কয়েদির হদিস নেই। শুরু হয় খোঁজাখুঁজি। জানানো হয় জেল পুলিশ কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে আই জি সহ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকরা। হাসপাতালে আশপাশে বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করে সমস্ত চেষ্টা ব্যর্থ হয় পুলিশের। তবে যতটুক জানা যায় পর্যাপ্ত পুলিশ কর্মী পাহারা রত না থাকার কারণে কয়েদি পালিয়ে যেতে সফল হয়। এ ধরনের ব্যর্থতা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের গত কয়েক মাসে একাধিকবার নজরে এসেছে রাজ্যবাসীর। চূড়ান্ত গাফিলতির কারণে এ ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে। যেখানে পর্যাপ্ত পরিমাণে পাহাড়ারত কর্মী থাকার কথা সেখানে একজন পুলিশ কর্মী দ্বারা সমস্ত দায়ভার এড়িয়ে চলেছেন কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকরা বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য