Saturday, April 26, 2025
বাড়িরাজ্যজঙ্গলে গুলিবিদ্ধ পান চাষি

জঙ্গলে গুলিবিদ্ধ পান চাষি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : জঙ্গলে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পান চাষি। ঘটনা রবিবার আমবাসা থানাধীন ধনছড়া এলাকার জঙ্গলে। আহতের নাম সান্থিথাং হালাম। ঘটনার বিবরনে জানা যায় রবিবার ধান ছড়া জঙ্গলে পান সংগ্রহ করতে গিয়েছিলেন। সে সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তার পিঠে গুলি চালায়।

ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরবর্তী সময় পরিবারের লোকজনেরা ছুটে গিয়ে আহত সান্থিথাং হালামকে উদ্ধার করে কুলাই হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আহত জনজাতি এই ব্যক্তি জানান তার পিছে তিনটি গুলি কারা করেছে সেটা তিনি দেখতে পায় নি। এবং কারোর সাথে তার কোন শত্রুতা নেই। জানা যায় পুলিশ রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জনজাতি এই ব্যক্তি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য