Friday, March 21, 2025
বাড়িরাজ্যপুলিশ বেশে প্রতারণা বিশ্রামগঞ্জ বাজারে

পুলিশ বেশে প্রতারণা বিশ্রামগঞ্জ বাজারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : পুলিশের পোশাক পরিধান করে ক্রেতা সেজে বিক্রেতার সাথে প্রতারণা। ঘটনা রবিবার সকালে বিশ্রামগঞ্জ বাজারে। ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে খাকি পোশাক পরিধান করে বিশ্রামগঞ্জ বাজারের অরুন সাহার মুদীর দোকানে যায়। এই ব্যক্তি অরুন সাহাকে মোট ৫২ হাজার টাকার সামগ্রীর অর্ডার দেয়। দোকান মালিক অরুন সাহা যথারীতি ৫২ হাজার টাকার সামগ্রী প্যাকেট করেন।

এরই মধ্যে ঐ ব্যক্তি বিশ্রামগঞ্জ বাজারে একটি সবজি দোকান, একটি মাছ দোকান ও একটি মাংস দোকানে গিয়ে ৩০ কেজি বিভিন্ন সবজি সহ ৩০ কেজি করে মাছ ও মাংস কাটার অর্ডার দিয়ে আসে। মাংস বিক্রেতা মাংস কেটে অপেক্ষা করছেন। এরই মধ্যে এই ব্যক্তি অরুন সাহার দোকানে এসে ৫২ হাজার টাকার সামগ্রী অটোতে তোলার জন্য বলে। অরুন সাহা সামগ্রী গুলি অটোতে তুলে দেন। তখন এই ব্যক্তি অরুন সাহাকে বলে নগদ ১০ হাজার টাকা দেওয়ার জন্য। সে মাছ ও মাংস নিয়ে এসে অরুন সাহাকে সম্পূর্ণ টাকা দিয়ে দেবে। অরুন সাহাও বিশ্বাস করে এই ব্যক্তিকে ১০ হাজার টাকা দিয়ে দেন। ১০ হাজার টাকা নেওয়ার পর এই ব্যক্তি বাজার থেকে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে জানান বিশ্রামগঞ্জ বাজারের এক ব্যবসায়ী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য