Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঅবৈধ পার্কিং-এর বিরুদ্ধে অভিযান চালালো ট্রাফিক কর্মীরা

অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে অভিযান চালালো ট্রাফিক কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : অবশেষে কুম্ভ নিদ্রা ভঙ্গ হল ট্রাফিক দপ্তরের। আগরতলা প্রেস ক্লাব ও জগন্নাথ বাড়ির সামনে রাস্তার দুই পাশে নো পার্কিং জোনে প্রায় সময় দেখা যায় যান বাহন পার্কিং করে রাখা হয়। অবশেষে এই অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাস্তায় নামল ট্রাফিক পুলিশ।

শনিবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নো পার্কিং জোনে পার্কিং করে রাখা যান বাহনে নোটিস লাগিয়ে দেওয়া হয়। নোটিসে সময়সীমা উল্লেখ করে দিয়ে বলা হয়েছে এই সময়ের মধ্যে লেইক চৌমুহনীস্থিত পরিবহন ভবনে যোগাযোগ করার জন্য গাড়ির মালিকদের। অন্যথায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক তরফা ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক দপ্তরে এক আধিকারিক জানান আগরতলা শহরকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান প্রায় সময় দেখা যায় আগরতলা প্রেস ক্লাব ও জগন্নাথ বাড়ির সামনে রাস্তার দুই পাশে নো পার্কিং জোনে যান বাহন পার্কিং করে রাখা হয়। এই দিন সেই সকল যানবাহনে নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য