Saturday, July 27, 2024
বাড়িরাজ্যছয় দফা দাবিতে ডেপুটেশন এস.ইউ.সি.আই -র

ছয় দফা দাবিতে ডেপুটেশন এস.ইউ.সি.আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : আগরতলা পুর নিগম এলাকায় মশার উপদ্রব রুখতে ব্যবস্থা নেওয়া, প্রতি বাড়িতে পানীয় জল সুনিশ্চিত করা, পাকা ড্রেইন নির্মাণ করা, রাস্তা সংস্কার করা, বিদ্যুতিক আলোর ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উদ্দেশ্যে ডেপুটেশন দিল এসইউসিআই। সংগঠনের আগরতলা জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, গভীর উদ্বেগ ভাবে লক্ষ্য করা যাচ্ছে, আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারী নাগরিকগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত।

 মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই সমস্যা দূরীকরণের জন্য কোন ইতিবাচক পদক্ষেপ নেই। পানীয় জলের সংকট নাগরিকদের তাড়িয়ে বেড়াচ্ছে। শহরের পুরানো জল সরবরাহের লাইনগুলিতে পর্যাপ্ত জল আসে না। শহরাঞ্চলে জল নিস্কাষনের সমস্যা দীর্ঘদিনের তা এখনও নিরসন হচ্ছে না। বর্ধিত পুর এলাকায় আয়রনমুত্তবিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না। বর্ধিত এলাকার অনেক ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই, রাস্তাগুলি সংস্কার হচ্ছে না, অনেক রাস্তায় পাকা ড্রেইন নেই, ডাস্টবিনের অভাবে বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই। বার্থ ও ডেথ সার্টিফিকেট সংশোধন সহ প্রশাসনিক কাজে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে। সম্পদকর নির্ধারণ করতে এজেন্সির মাধ্যমে পরিমাপ করার ফলে বহু অসংগতি দেখা দিচ্ছে। এমতাবস্থায় এস ইউ সি আই (সি) দল পুর নাগরিকদের স্বার্থে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়রের নিকট ৬ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য