Saturday, September 7, 2024
বাড়িরাজ্যনাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার অনুমোদন নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমরা বাঙালি

নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার অনুমোদন নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : কেন্দ্র সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার অনুমোদন নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করল আমরা বাঙালি। ত্রিপুরা এ আইন কার্যকর না করার জন্য দাবি তুলে আমরা বাঙালি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালির তরফে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিল সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছে ২০১৯ সালের ৩১ আগস্ট আসাম রাজ্যে এনআরসি চালু করতে গিয়ে সরকার ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীকে বিদেশী তথা ডি ভোটার চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্প নামক জেলখানায় পাঠাবার ব্যবস্থা করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ১৩ লক্ষ হিন্দু বাঙালি। ২০১৮ সালের ৩০ জুলাই রাষ্ট্রীয় পঞ্জীর যে প্রাথমিক খসড়া প্রকাশ করা হয় তাতে প্রায় ৪০ লক্ষ অসম বাসি বাঙালির নাম ওঠেনি বলে অভিযোগ করে তারা। আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল আরো অভিযোগ করেছেন সিএএ -এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, কোন হিন্দু বাঙ্গালী নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন না। কারণ যে কাগজগুলো বাংলাদেশ থেকে ভারতে আসার প্রমাণ হিসেবে জমা দিতে বলা হয়েছে সেই কাগজগুলো প্রায় কোন হিন্দু বাঙালির কাছে নেই। আমরা বাঙালি পুরোপুরি ভাবে এই সিএএ এর বিরোধিতা করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য